শ্যামনগর ঠিকাদার সমিতির সাবেক সম্পাদক আর নেই
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম সফিকুল ইসলাম(৫৪) আর নেই। বৃহস্পতিবার বিকালে তিনি স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। তিনি শ্যামনগর সদর ইউপির চন্ডিপুর গ্রামের আজিজুর রহমান মিস্ত্রীর ছেলে।
পারিবারিক সুত্রে প্রকাশ, সকালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে বিকাল ৪টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন।