নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
নওগাঁ জেলার সাপাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহাবুর (৪২) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
আজ ২০ জানুয়ারি,বৃহস্পতিবার দুপুরের দিকে নওগাঁর সাপাহার টু রহনপুর সড়কের খোট্রাপাড়া মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুর সাপাহার উপজেলার কয়েন্দা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহাবুর মোটরসাইকেল নিয়ে সরাইগাছির উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাকটি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে মাহাবুব গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে পাঠান স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান,আপনাদের মাধ্যমেই বিষয়টি শুনলাম।