Road accident: সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের অভিযান
নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ সহিদুর রহমান।
অভিযানের সময় মোটরসাইকেল থামিয়ে প্রত্যেক গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকদের লাইসেন্স ও হেলমেট যাচাই বাছাই পূর্বক জরিমানা করা হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া রাস্তায় না চালানোর জন্য জোরালো ভাবে বলা হয়। করোনার এই ক্রান্তিকালে সবাইকে হেলমেট পড়ার পাশাপাশি মাক্স পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।
এছাড়া সড়কের নিয়মাবলি সম্পর্কে চালকদের দিকনির্দশনা দেয় পুলিশ। পথচারী, চালকদের মাঝে ট্রাফিক আইন সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ সহিদুর রহমান বলেন, প্রত্যেক গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকদের লাইসেন্স ও হেলমেট ছাড়া রাস্তায় নামা যাবে না। লাইসেন্স হেলমেট বিহীন রাস্তায় পেলেই ব্যবস্থা নেয়া হবে। রশিদ ছাড়া যেন জরিমানা টাকা কাউকে না দেয়া হয় সেটি চালকদের বলে দেয়া হয়েছে।