শ্যামনগর গাবুরায় স্কুল ছাত্রীদের বাই সাইকেল প্রদান
বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউপির আয়োজনে নিজস্ব ইউনিয়ন পরিষদ চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশজন ছাত্রী ও স্বাবলম্বীতার জন্য পনের জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি সচিব কাত্তিক চন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে গাবুরা ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন দরিদ্র ছাত্রীর স্কুল বা মাদ্রাসায় যাতায়াতের সুবিধার্তে ১০টি বাইসাইকেল প্রদান করা হয়। একই সাথে বিভিন্ন এলাকার বিধবা ,অসহায় ১৫ জন দরিদ্র নারীকে সাবলম্বী করতে ১৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।