রাবি জনসংযোগ প্রশাসকের সাথে চারঘাট উপজেলা সমিতির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংয়োগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চারঘাট উপজেলা সমিতি,রাবি । বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের জনসংযোগ দপ্তরে প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চারঘাট উপজেলা সমিতি,রাবি।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাটের সাবেক ছাত্র,রাবি মতিহারি হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাবির IEOL এর সেকশন অফিসার মোঃ আবদুল্লা আল্ মামুন। চারঘাট উপজেলা সমিতির সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হাম্মাদ সিয়াম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকসহ সমিতির সাধারণ সদস্যরা।
চারঘাট উপজেলা সমিতি, রাবি এর পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচছা ও মতবিনিময় শেষে চারঘাট উপজেলা সমিতির পক্ষ থেকে সাংবাদিক দের জানান এই স্বপ্নবাজ তরুণদের চলার পথটি সহজ ছিল না। নানা চড়াই উতরাই পার হয়ে আজকের এই চারঘাট উপজেলা সমিতি দাঁড়িয়েছে স্বপ্নবাজ তরুণদের সেদিনের পরিশ্রমের ভিতের ওপর। ক্রোনার মধ্যেও করেছে নিজ উপজেলায় সামাজিক নানা কাজ।দেশ ও দশের জন্য একটি নতুন ব্রিগেড চারঘাট উপজেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। উদ্যম উদ্দীপনার ভরা চারঘাট উপজেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।একঝাঁক রঙিন চশমাভরা তরুণ এর সংগঠন (চাউস)।