RAB operation: কুমিল্লায় র্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ২
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি কুমিল্লা সদরের ফৌজদারি চৌমুহনী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের জামবাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ মাসুদ(৩৫) এবং একই গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে মোঃ হাসান(২৮)।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।