শ্যামনগরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সভা
মঙ্গলবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লির্ডাস শ্যামনগর কার্যালয়ে জলবায়ু অধিপরামর্শ ফোরাম শ্যামনগর উপজেলা কমিটির ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়।
ফোরাম সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপকুলীয় এলাকায় টেকসই বেড়ী বাঁধ নির্মানে লবি মিটিং, সুপেয় পানির প্রাপ্তি বিষয়ে জনস্বাস্থ্য কর্মকর্তার সাথে সভা, গোলাখালী পরিদর্শন,তালবীজ রোপন স্থান পরিদর্শন সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন, সদস্য বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ডাঃ আলী আশরাফ, সহ অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, নকশীকাঁথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ডাঃ তপন মন্ডল, সুফিয়া খাতুন, লির্ডাস কর্মকর্তা পরিতোষ বৈদ্য, সম্পা বিশ^াস প্রমুখ।