Banking system: ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকা!
চলতি অর্থবছরের ছয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি।
অপরদিকে ব্যাংক ব্যবস্থা থেকে চলতি অর্থবছরে ৭৬ হাজার ৪শ ৫২ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।
তবে অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার প্রায় ২৫ শতাংশ ঋণ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে ৩৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের সাড়ে ১৪ হাজার কোটি টাকার দেনা পরিশোধ করে সরকার। সেই হিসেবে, বাজেট ঘাটতি মেটাতে আলোচিত সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ হাজার কোটি টাকা।