Dinajpur: দিনাজপুর বিরলে আবারো ১ জন করোনা রোগী শনাক্ত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিগত কয়েকদিন দিনাজপুর বিরল উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আবারো ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৯৪০ জন করোনা রোগী শনাক্ত হয়।
আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ যাবৎ এই মরণব্যাধী ভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন উপজেলার ৯১৬ জন করোনা রোগী। আর করোনায় প্রাণ গেছে উপজেলার ২২ জনের। এছাড়া বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন উপজেলার ২ জন করোনা রোগী।