Department of Health: স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি প্রত্যাহারের দাবীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সংবাদ সম্মেলন
হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে (ডাক্তার) ডা: পদবী না লেখার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা চিঠি প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।
(১৭ জানুয়ারী) সোমবার সকাল সাড়ে ১০ টায় হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আয়োজনে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ডা. মো. সাখাওয়াত ইসলাম ভ‚ঞা’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হোমিও প্যাথিক বোর্ড চেয়ারম্যান ডা. দিলীপ রায় , বোর্ড রেজিষ্টার ডা. মো. জাহাঙ্গীর আলম, লিখিত বক্তব্য পাঠ করেন হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির সদস্য সচিব ডা. শেখ মো.ইফতেখার উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক কলেজ কেন্দ্রিয় শিক্ষক সমিতির সভাপতি ডা. মো.কামরুজ্জামান ভ‚ইয়া, হোমিওপ্যাথিক ঢাকা বিভাগীয় বোর্ড সদস্য ডা. মো. কায়েম উদ্দিন, হোমিওপ্যাথিক বরিশাল বিভাগীয় বোর্ড সদস্য ডা. মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যের মাধ্যমে তারা জানান, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হোমিওপ্যাথিক ডাক্তারগণ তাদের নামের পূর্বে ডাক্তার (ডা:) পদবী ব্যবহার করা যাবে না নির্দেশনা দিয়ে বিএমডিসি’র আইন ২০১০ বরাত দিয়ে যে পত্র /চিঠি জারি করেছেন তা সঠিক নয়। যা অনভিপ্রত ও দু:খ জনক। কেননা হোমিওপ্যাথিক নিবন্ধিত চিকিৎসকগণ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮৩ (৩৩),মাদক আইন ২০১৮(১২) ,ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ (২০/২)সহ সরকারের বিভিন্ন সময়ের জারি করা আদেশ /চিঠি বিধান মোতাবেক হোমিওপ্যাথিক নিবন্ধিত চিকিৎসকগণ তাদের স্ব-স্ব নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী ব্যবহারের অধিকার রাখেন।