তিতাসে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ১
কুমিল্লার তিতাসে বিদেশী রিভলবারসহ আল আমিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের দক্ষিণ মানিকনগর গ্রাম থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানার এএসআই সুমন পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্স।
সে কলাকান্দি ইউনিয়নের খানেবাড়ি-দক্ষিণ মানিকনগর গ্রামের মোন্তাজ আলী ও করোনা বেগমের বখাটে ছেলে। সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতারের পর এলাকাবাসী আনন্দ উল্লাস করে এবং তার মদদদাতাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান। জানা যায়, সে ইউপি নির্বাচনের আগেও বহিরাগত লোক নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির চেষ্টা করেছিল।