চীনে করোনায় আক্রান্তদের থাকতে হবে লোহার খাঁচায়!
করোনা সংক্রমণের হার শুন্যের কোঠায় নামিয়ে আনতে এবার বিশেষ কোয়ারেন্টাইন সেল ব্যবহার শুরু করেছে চীন আর সেটি দেখতে অনেকটা লোহার খাঁচার মত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লোহার খাঁচার আদলে তৈরি করা হয়েছে এসব কোয়ারেন্টাইন সেল।
আগামী মাসে বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। সেখানে বিদেশি খেলোয়াড়, প্রতিনিধি, পর্যটকএবং কূটনীতিকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় শি জিন পিং প্রশাসন। এ লক্ষ্যে করোনায় সংক্রমণের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে জোর প্রচেষ্টা চালচ্ছে দেশটির প্রশাসন। এর জেরে বিভিন্ন শহরের কয়েক লাখ মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে লোহার খাঁচার আদলে তৈরি কোয়ারেন্টাইন সেল।
স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে জরুরি প্রয়োজনে বের হলেও ধরে নিয়ে রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। সেখানে গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধদেরও রাখা হচ্ছে। চীনে দুই দিনে আরও চার শতাধিক মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস যাদের বেশির ভাগই স্থানীয়ভাবে সংক্রমিত।