কুলিয়ারচরে আজ ৫ম দিনের মতো টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম দিনের মতো ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা প্রধান কার্যক্রম চলছে।
সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চম দিনে আগরপুর জি.সি. উচ্চ বিদ্যদলয়, লক্ষীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়, কুলিয়ারচর সরকারি কলেজ, আগরপুর মডেল কলেজ ও সালুয়া কারিগরি এন্ড বিএম কলেজের ১২-১৮ বছর বয়সী ৬টি স্কুল ও কলেজের ২ হাজার ৫ শত ৪৮ জন শিক্ষার্থীদের মাঝে কভিড-১৯ টিকা প্রদান করা হয়।
জানা যায়, ৯ জানুয়ারী থেকে চলমান কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের ১৩ জানুয়ারী পর্যন্ত মোট ১৮টি স্কুল ও কলেজের প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ উমর খসরু এর সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। তিনি জানান, কুলিয়ারচর উপজেলায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের পঞ্চম তম দিনে মোট ৮ হাজার ৯ শত ৪৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে এর মধ্যে প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসবো।