❝বাংলার বিজয় ভূমি❞
সুজানা আক্তার মিতু
আমার বাংলা তুমি
আমার মাতৃভূমি,
তোমার কোলে শুয়ে মাগো
শান্তি খুঁজি আমি।
যাবো দূরে
পাবোনা তোমায়,
চাইনা যেতে
তোমাতেই থাকতে চায়,
তেমার ভূমিতে মাগো আমায়
একটু দিও ঠায়।
শস্য-শ্যামলে, দেশের ফসলে
বাংলার প্রকৃতি সাজে,
দুঃখ সরিয়ে সুখের হাসি
পাই যে তোমার মাঝে।
স্বাধীন হয়েও পরাধীন আমরা
শিকলে বাঁধা হাত,
পাব কবে বলো মাগো
স্বাধীন একটি প্রভাত?
ওহে সকল শ্রেণির মানুষ
ভয় কিসে সকলের,
আত্মসম্মান বজায় রাখো
দেশকে রক্ষা করো
মায়া ত্যাগ করো জীবনের।
জাতি তুমি জাগ্রত হও
সকলে হুশিয়ার,
বিজয় মাসে শপথ মোদের
পরাধীনতাকে পরাজয়ে
বিজয় আনিব আবার।
ভালোবাসি বাংলা মা
প্রিয় জন্মভূমি,
মৃত্যু চাই কভু তোমার বুকে
আগলে রাখিও তুমি,
আমার মাতৃভূমি।