একটা সময় মনে হয়
আবু জামাল
মায়ার বাধনে বন্দি আমি
ছিন্ন করতে পারিনি তা,
পেছন থেকে ডেকে কেনো
থামালে আমার গতিটা।
এত শাসন এত বারণ
মাঝে মাঝে মনে হয়,
সব কিছু আড়াল করে
জীবনকে করি গতিময়।
অতি মমতা অতি ভালবাসা
কখনও কখনও যন্ত্রনাময়,
এ জীবনে না থাকলে
জীবন হত অনেক আনন্দময়।
প্রেম যদি হয় বিরক্তির কারণ
তাল লয় সব হারিয়ে যায়,
আশা নিরাশার দোলাচলে
থাকেনা আর কোন উপায়।
…………………………….