nazmul huda parvez - (Kurigram)
প্রকাশ ০৪/০১/২০২২ ০৬:০২পি এম

কবিতা-পদাতিক নেই

কবিতা-পদাতিক নেই
ad image
পদাতিক নেই
রতন সেনগুপ্ত

বাতিল লোকের রাত বড় হয়
সিংহ দুয়ারে তুলসীপাতা পড়ে
পড়ে থাকে স্মৃতি সংসার অচল পয়সা হাঁটে
অস্থায়ী ঘুমের ভেতর

নরমাংস চেবানো দৈত্যদানব মানুষ হয় লাবণ্যে
দেহ থাকে দেহের মতন নৈনিতাল
প্রখর শব্দ যন্ত্র প্রচার চেবায়
তদবির খাতা বগল বাক্স নিয়ে হাঁটে
জলকর বড় অসহায়, নদী ভাঙে স্বভাব সোহাগে
বাঁধের কান্না হাসায় দলের সম্পদ

তছরুপ তালি ভরা মাঠ,মাথা গোনে সংবাদ
কার কাছে যাবে শূন্য গোয়াল
ছিটে ধান উঠেছে উঠোনে,ব্রজধাম কি করে যাবে বৈষ্ণব
মেষের মাংস সব পিকনিকে ডিস্কো বাজায়

যাহাদের স্বরবর্ণ সব মুছে গেছে
সব মাথা বলেছে তাহারাই জনগণ
সংক্রান্তি কালে অচ্ছুৎ পাত পড়ে নির্মম দাওয়ায়
যারা হাসে তারা পাগল নিশ্চয়
রাজারও-তো দায় আছে, স্বাধীনতা গনতন্ত্রে নাচে
বিসর্জনের ধোঁয়া ধুনুচি জ্বালায়

পদাতিক নেই, সব আশ্চর্য পদধ্বনি শোনা যায়
খেল আভি বাকি হায়

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ

MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ২৭/০২/২০২২ ০৪:৫৫পি এম
MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ০১/০৩/২০২২ ০৪:৪৩পি এম