অ্যাসোসিয়েশন এপেক্স ক্লাবস পক্ষ থেকে বরণ অনুষ্ঠান
আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন এপেক্স ক্লাবস বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ গত পহেলা জানুয়ারি 2022 ইং তারিখে নিজাম উদ্দিন পিন্টু এর থিম "LOOKING FORWARD" বাস্তবায়নের লক্ষ্যে এর জেলা -০১ ও জেলা -০২এর পক্ষ থেকে ২০২২ সালকে বরণ অনুষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর অডিটোরিয়াম হলে আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেঃ ইলিয়াস জসিম, লাইভ গভর্নর ও পাষ্ট ন্যাশনাল প্রেসিডেন্ট বৃন্দ, ন্যাশনাল বোর্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ জেলা ০১ ও ০২ এর সকল ক্লাব প্রেসিডেন্ট এবং সারা বাংলাদেশ থেকে আগত এপেক্সিয়ান বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের কে সাফল্যমন্ডিত করে তোলেন।
এপেক্স ক্লাব অফ ঢাকা গ্রীন ও জেলা -০২ এর পক্ষ থেকে সকল এপেক্সিয়ানদের নিকট কৃতজ্ঞতা ও ভালোবাসা অর্পণ করছি ।