Soyed Rakibuzzaman Roky
প্রকাশ ০৩/০১/২০২২ ১১:১৯এ এম

Counseling Center: শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য জবিতে উদ্বোধন হলো কাউন্সিলিং সেন্টার

Counseling Center: শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য জবিতে উদ্বোধন হলো কাউন্সিলিং সেন্টার
ad image
শিক্ষার্থী মানসিক সহায়তা প্রদানের লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ জানুয়ারি সোমবার কাউন্সিলিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। কাউন্সিলিং কমিটির আয়োজনে র‍্যালির আয়োজন করা হয়েছে।

এ সময় তাদের স্লোগান ছিল ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক নিজে উপস্থিত থেকে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে কাউন্সিলিং সেন্টার এর শুভ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কাউন্সিলিং কমিটির আহবায়ক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, সদস্য সচিব সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ভবিষ্যতে যাতে আমাদের মাঝে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবনতা কমে, শিক্ষার্থীদের যাতে হতাশামুক্ত রাখা যায় সে উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে চালু হলো কাউন্সিলিং সেন্টার সেখানে শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে প্রশিক্ষণ প্রাপ্ত মনোবিদগণ।

কাউন্সিলিং সেন্টার উদ্বোধনের পর সেন্টারে মানসিক স্বাস্থ্য পরিমাপন, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ