New Zealand Test series: ৩২৮ রানে কিউইদের বেঁধে ফেলেছে বাংলাদেশ
মাউন্ট মঙ্গাইনুয়েতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৭০ রান তুলতেই শেষ ৫ উইকেট হারাল নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসকে ছাড়া খেলতে নামা নিউজিল্যান্ড। ফলে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে টম ল্যাথামের নেতৃত্বাধীন স্বাগতিকরা। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড।
শেষ তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কাটা দিয়েছেন বাংলাদেশি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছে শুধু ডেভন কনওয়ে। ৩২৮ দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ছিল ২০১৭ সালে ক্রাইস্টচার্চে ৩৫৪ রান।
অধিনায়ক মুমিনুল হক নিয়েছেন দুই উইকেট। পেসার শরিফুল ইসলাম পেয়েছেন তিন উইকেট। বল করে কোনো উইকেট পাননি স্পিড স্টার তাসকিন আহমেদ। পেসার এবাদত হোসেন নিয়েছেন এক উইকেট। বাংলাদেশি ফিল্ডাররা ক্যাচ মিস না করলে আরও কম রানে বেঁধে ফেলা যেত কিউইদের।
এরই মধ্যে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়েও নেমে গেছে। এখন তৃতীয় সেশনের খেলা চলছে। বাংলাদেশের রান ৪৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৯৯ রান। শুধু উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম সাজঘরে ফিরেছেন।