নতুন বছরের শুভেচ্ছা বাণী-2022
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন বছরের শুভেচ্ছা বাণী । দেখতে দেখতে চলে গেল আরেকটি বছর শুরু হয়ে গেল নতুন বছর। এ বছরে অনেকেই অনেক কিছু হারিয়েছে আবার অনেকে অনেক জিনিস পেয়েছে।
তবুও সবাই বিভিন্ন দুঃখ সুখ ভুলে নতুন করে নতুন বছর শুরু করবে সে আশায় রাখে। আবার অনেকেই ইন্টারনেটে অনুসন্ধান করে নতুন বছরের শুভেচ্ছা বাণী লিখে। যে বাণীগুলো সবাই সবার মাঝে ছড়িয়ে দেয়।
সবাই নতুন বছরকে বিভিন্নভাবে বরণ করে নেয়। যার মধ্যে সবাই নতুন বছরের বাণী সবার মাঝে পৌঁছে দিতে ভালোবাসে।তাই আমরা আজকের এই পোস্টে নতুন বছর নিয়ে সবচাইতে ভালো ভালো নতুন বছরের বাণী গুলো তুলে ধরেছি। যাতে সবাই এই দিনটি ভালো ভাবে উদযাপন করতে পারে। তাই কবির ভাষায়,
আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।
* হ্যাপি নিউ ইয়ার *
নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু, যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক সুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই SMS
নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
(( হ্যাপি নিউ ইয়ার ))