বানারীপাড়ার সৈয়দকাঠীতে এমপি শাহে আলমের মায়ের রোগ মুক্তি কামনা
বানারীপাড়ার সৈয়দকাঠীতে বরিশাল ২ আসনের এমপি শাহে আলমের মায়ের রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহে আলম এর মমতাময়ী মা রিজিয়া বেগম বরিশাল শেবাচিম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার রোগমুক্তি কামনায় ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মোনাজাতে উপস্তিত ছিলেন সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম মৃধা, বানারীপাড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, আওয়ামীলীগ নেতা দুলাল বালী, সাবেক ছাত্রলীগের আহব্বায়ক ও যুবলীগ নেতা তানভীর আহম্মেদ বাবু।
এছাড়াও উপস্তিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ, ছাত্রলী, যুবলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।