স্বপ্ন বাস্তব নয়
আবু জামাল
একটা সময় ছিল যখন আমি
স্বপ্ন দেখতে ভালবাসতাম,
সব কিছু পটে আঁকা ছবির মত
লাগত আমার কাছে।
বাস্তব আর স্বপ্ন যে এক নয়
এটা বুঝতাম না আমি,
যখন বুঝেছি বাস্তব খুব কঠিন
আর স্বপ্ন মনের একটা ব্যাধি।
জীবনের একটা সময় এসে
উপলব্ধি করছি আমি ঘোরের ভেতর
যখন সে ঘোর কাটল তখন দেখি
চারিদিকে শুধুই আধাঁর।
আবেগের কোন স্থান নেই ভবে
এখানে আবেগী হলে বিপদ নামবে পদে পদে,
হয়ত কে সাহায্যের হাত বাড়াবে
নয়ত কেউ কারো নয়।
গল্প উপন্যাসে প্রেমের অনেক গল্প পড়েছি
হয়ত ভেবেছি কেউ প্রেমে পড়বে আমার,
কিন্তু বাস্তবে দেখি তা গল্প উপন্যাসেই সীমাবদ্ধ
আসলে প্রেমে পড়া কেন সহজ বিষয় নয়।
…………………………………………..