Consumer rights campaign: চারঘাটে ভোক্তা অধিকারের অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা
রাজশাহী চারঘাটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পুরাতন মূল্য তালিকা এবং মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ পণ্য রাখায় এই জরিমানা করা হয়।
গতকাল বুধবার সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী এসব জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন চারঘাট মডেল থানা পুলিশ।
এ সময় শ্রীকৃষ্ণ খাদ্য ভান্ডারকে পুরাতন মূল্য তালিকা ও অবৈধ পণ্য রাখায় ১২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় গুড সেফ রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।