তোমায় দেখব বলে
আবু জামাল
হয়ত তোমার প্রতিক্ষায় আমি
কাটিয়ে দিতাম সারাবেলা,
রচনা করতাম তোমার জন্য
অনবদ্য এক গীতিমালা।
চৈত্রের খরতাপ মাথায় নিয়ে
তোমায় এক পলক দেখব বলে,
টের পাইনি কখন সময়
ঐ দিগন্তে পড়েছে হেলে।
এভাবে সময় কেটে গেল ঢের
বয়ে গেছে কত বেলা,
তোমার আশায় আজও আমি
রয়ে গেলাম একেলা।
…………………………..