UP election: কাল রাজবাড়ি সদরের ১৪ ইউপিতে ভোট গ্রহন
রাত পোহালেই রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১২৭ কেন্দ্রে ভোট গ্রহন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশনসহ প্রশাসন।
শনিবার ২৫ ডিসেম্বর দুপুরে জেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা পরিষদ থেকে কেন্দ্র গুলোতে একযোগে ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহনের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। ব্যালট পেপার যাবে আগামীকাল সকালে।
এ সময় প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহনের মালামাল বুঝে নেন।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪ , সাধারন ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ৪৩৩ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় বানিবহ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শেখালী আক্তার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।