Anamul Kabir - (Barisal)
প্রকাশ ২২/১২/২০২১ ১১:২২পি এম

Accident: আমরা দূর্ঘটনার শিকার হলে এ দায় নিবে কে? স্লোগান দিয়ে কালভার্ট নির্মাণের আবেদন শিক্ষার্থীদের

Accident: আমরা দূর্ঘটনার শিকার হলে এ দায় নিবে কে? স্লোগান দিয়ে কালভার্ট নির্মাণের আবেদন শিক্ষার্থীদের
ad image
আমরা দূর্ঘটনার শিকার হলে এ দায় নিবে কে? এ রকম স্লোগান দিয়ে একটি কালভার্ট নির্মাণের আবেদন শিক্ষার্থীদের।

বরিশালের বানারীপাড়া থানাধীন ২ নং ইলুহার ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড ইলুহার বিহারী লাল একাডেমী স্কুল সংলগ্ন একটি কালভার্টির বেহাল দশা। একদিকে নেই কোন রেলিং অপরদিকে ভেঙে পড়ার আশংকায় অভিভাবক ও শিক্ষার্থীরা।

জানাগেছে এ কারনেই ১ম, ২য়,৩য় শ্রেণীর শিক্ষার্থী উপস্তিতি খুব কম। তাই "কালভার্ট টি নির্মান করে দিন, নইলে আমরা স্কুলে আসতে পারছিনা","আমরা দূর্ঘটনার শিকার হলে এ দায় নিবে কে??এ রকম বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কালভার্ট টি নির্মাণ করে দেয়ার আকুল আবেদন জানিয়ে আসছেন কোমলমতি শিক্ষার্থী। তার সাথে একাত্ম প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও চন্দ্রা ফাউন্ডেশনের সদস্যরা।

তাদের দাবী কালভার্ট টি এতোটাই ঝুঁকিপূর্ণ যে যেকোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারে যে কেউ। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন, সরেজমিনে এসে কালভার্টটির অবস্থা দেখে দ্রুত ব্যাবস্থা নেয়ার আবেদন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ