Science fair: রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ ডিসেম্বর রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে উপজেলা পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থীরা।
দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন।
এ সময় বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, আলাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মামুন সরকার, পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক মুরশীদ আলী, আ: কাদের প্রমুখ।
বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সার্বিক সহযোগিতা করেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী তরুন কুমার সাহা।