Md Jahidul Islam Sumon
প্রকাশ ২১/১২/২০২১ ১২:১১এ এম
কোভিডের ডেল্টা রূপকে পিছনে ফেলে আমেরিকায় ইতিমধ্যেই সংক্রমণে প্রধান স্থান দখল করে নিয়েছে ওমিক্রন। মাত্র এক সপ্তাহের মধ্যে ৩ শতাংশ থেকে এক লাফে ওমিক্রন আক্রান্ত বেড়ে হয়েছে ৭৩ শতাংশ। যা নিয়ে ক্রমে উদ্বেগ বাড়ছে আমেরিকায়। অন্য দিকে, ডেল্টা রূপের সংক্রমণ নেমে এসেছে ২৭ শতাংশে।

এমনই জানিয়েছে সেন্টারস ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যে গতিতে ওমিক্রনের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে নতুন করে ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং তার ফলে আমেরিকার স্বাস্থ্যব্যবস্থার উপর বড় প্রভাব আসতে চলেছে বলে মনে করছেন তাঁরা। তবে ওমিক্রন সংক্রমণ দ্রুত হারে ছড়ালেও ডেল্টার মতো এই রূপে গুরুতর অসুস্থ হওয়ার কোনও প্রমাণ এখনও মেলেনি বলে দাবি সিডিসি-র।

তারা আরও জানিয়েছে, গোটা বিশ্বে ওমিক্রনের সংক্রমণের ছবিটা একই রকম হতে পারে। আমেরিকার ছোট ছোট অংশে নতুন করে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। নিউ জার্সি এবং নিউ ইয়র্কে কোভিড আক্রান্তদের মধ্যে ৯২ শতাংশ ওমিক্রনের শিকার। অন্য দিকে, ওয়াশিংটনে ৯৬ শতাংশ আক্রান্ত কোভিডের এই নতুন রূপে।
তথ্য সূত্র নিউজডেস্ক সারাবিশ্ব

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ