Ariful hasan - (Netrokona)
প্রকাশ ১৯/১২/২০২১ ০২:০১পি এম

মুখে অক্সিজেন ও হাসপাতালের বেডে শুয়ে খালেদা জিয়া সেজে বিজয়ী শোভাযাত্রায় খালেদা জিয়ার মুক্তি চাই

মুখে অক্সিজেন ও হাসপাতালের বেডে শুয়ে খালেদা জিয়া সেজে বিজয়ী শোভাযাত্রায় খালেদা জিয়ার মুক্তি চাই
ad image
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে এক বিজয়ী শোভাযাত্রার। উক্ত শোভাযাত্রায় অংশ নেয় বিএনপির সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। উক্ত শোভাযাত্রায় দেখা যায় জনসাধারণের ডল। রাজধানীর অনেক সড়ক বন্ধ হয়ে গিয়েছিল জনসাধারণের জন্য। উক্ত শোভাযাত্রায় নেতা কর্মীরা স্বাধীনতার এই ৫০ বছরে এসেও মনে হচ্ছে এই দেশ স্বাধীন হয় নি। আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ গনতন্ত্র।

তারা আরো দাবি জানান সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু চিকিৎসার। তারা বলেন এই স্বৈরাচার সরকার বিনা দোষে দেশনেত্রী কে বন্ধী করে রেখেছ। যদি সু চিকিৎসার জন্য বিদেশে না যেতে দেয় এবং দেশনেত্রীর কিছু হয় তাহলে কঠিন আন্দোলন এর মাধ্যমে এই সরকার এর পতনের গঠানোর হুশিয়ার দেন তারা।

এর পরে এক বিজয়ী শোভাযাত্রা এর বিজয়ী মিছিলে দেখা যায় এক নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে এক কভার ভ্যান এর মধ্যে হাসপাতালের বেড নিয়ে বেডে শুয়ে মুখে অক্সিজেন লাগিয়ে অংশ গ্রহণ করেন। এবং দেশনেত্রীর মুক্তি চান।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ