Banaripara: আঃ রব ঈদগাহ ময়দানের শুভ উদ্বোধন করেন এমপি শাহে আলম
বানারীপাড়া উপজেলা কেন্দ্রীয় আঃ রব ঈদগাহ ময়দানের শুভ উদ্বোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন। আ.রব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ডা. খোরশেদ আলম সেলিমের সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির। এছাড়াও বক্তৃতা করেন সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান ও ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার সিদ্দিকুর রহমান।
এ সময় ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৃষ্টি নন্দন এই ঈদগাহ ময়দানে ঢোকার জন্য একটি বড় গেট, ২ টি মিনার, লেক, চারপাশে হাটার রাস্তা, সবুজ ঘাস সহ থাকবে নানান স্থাপনা। যা ঈদগাহ ময়দানকে আরো আকর্ষণীয় করে তুলবে। এখানে এক সাথে লক্ষাধিক মুসুল্লি নামাজ পড়ার ব্যাবস্থা থাকবে।