UP election: চারঘাটে ইউপি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মাঠে ময়দানে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র
রাজশাহী চারঘাট উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চারঘাট উপজেলার ৬ ইউপিতে দলীয় প্রার্থী তথা নৌকার মাঝিদের বিজয়ী করতে দিনরাত যারা ছুটে চলেছেন পুরো উপজেলার আনাছে-কানাছে তাদের মধ্যে অন্যতম চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম এবং পৌর আ.লীগের সাধারণ ও পৌর মেয়র তরুণ প্রজন্মের আইকন মোঃ একরামুল হক।
উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী ৬ টি ইউনিয়নের জনগণ তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং নৌকার প্রার্থীরা বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ এই লক্ষ্যেই আমরা উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের সঙ্গে নিয়েই কাজ করে যাচ্ছে।