সাতক্ষীরার কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম এই আলোচনা সভা ও শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির,
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (ইউএইচও) ডা. জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, কলারোয়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রব,
গার্লস স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আগে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।