Missing children: ড্রেনে পড়া নিখোঁজ শিশু কামালের মরদেহ ৬৮ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামালের মরদেহ প্রায় ৬৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম। তিনি বলেন, বন্দর নগরীর মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে শিশু কামালের মরদেহ উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে। তার বাবা ও তলিয়ে যাওয়ার সময় থাকা বন্ধু তাকে শনাক্ত করেছে।
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সোমবার দুপুরে কামাল ও রাকিব নামে দুই শিশু ওই এলাকায় খেলছিল। তাদের পরিবার পাশের বস্তিতে থাকে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা দুজনেই রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। একজন শেষ পর্যন্ত ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল সেখান থেকে বের হতে পারেনি।