Nayan Das - (Rangpur)
প্রকাশ ০৯/১২/২০২১ ০৩:১১এ এম

বরের সামনেই কনের সিঁথিতে সিঁদুর দিলেন সাবেক প্রেমিক

বরের সামনেই কনের সিঁথিতে সিঁদুর দিলেন সাবেক প্রেমিক
ad image
বিয়ের অনুষ্ঠানে মঞ্চে বর-কনে। সব আচার-অনুষ্ঠান শেষ করে চলছে মালাবদলের পালা। ঠিক সেই সময়ে মঞ্চে উপস্থিত মুখ ঢাকা এক যুবক। এরপর সবার সামনেই কনের সিঁথিতে দিলেন সিঁদুর। এমন এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মুখ ঢাকা ওই যুবক আসলে কনের সাবেক প্রেমিক। তাকে উপেক্ষা করে অন্য আরেকজনকে বিয়ে করার কারণেই এমনটি করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠেই প্রথমে কনের মাথায় হাত দেয় ওই যুবক। প্রথমে কেউ বিষয়টা বুঝে উঠতে পারেননি। তারপর দেখা যায়, যুবকটি আরও কিছুটা সিঁদুর বের করছেন পকেট থেকে। এরপরেই বাধা দেন কনে। সঙ্গে ছুটে আসেন বাড়ির লোকেরাও। ঠেলে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর মারমুখী হয়ে ওঠে কনের বাড়ির সদস্যরা।

স্থানীয়রা জানান, ওই যুবক কাজের সন্ধানে শহরে গেলে কনের পরিবার অন্য আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। এরপর ওই যুবক বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে উপস্থিত হন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ