রৌমারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
সেবা হোক শিক্ষার উপকরণ “কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্যকে ঘিরে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে আলহাজ¦ বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অপর দিকে শৌলমারী (উকরাকান্দা) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০ টার দিকে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান শিক্ষক আলহাজ¦ বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় গোয়ালগ্রাম, সহকারি শিক্ষক, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, শাহেনা, বিউটি, মমতাজ বিলকিস, অভিভাবক লাবনী আক্তার, মাজেদা,মরিয়ম আক্তার, শৌলমারী বিদ্যালয়ের শিক্ষক রেহানা খাতুন, মর্জিনা খাতুন, সাদিয়া,রাজিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।