হাসান আল মাহমুদ- এর ভিন্ন স্বাদের ১০টি ছড়া
হাসান আল মাহমুদ- এর ভিন্ন স্বাদের ১০টি ছড়া
১.
দেহ খাবে পোকে
সম্পদ খাবে লোকে
কিসে তোমার বাহাদুরি
কোন্ গরিমার ঝোঁকে!
২.
যেদিকে যে তাল
যে ধরে সে হাল
তালে তালে
হালে হালে
চলে সে আবাল।
৩.
লাল-সবুজের এই ছবিতে
স্বপ্নগুলো আঁকুক
প্রিয় আমার মাতৃভূমির
বিজয় টিকে থাকুক।
৪.
ওরা চলে,
করে, বলে
উল্টা
ধরি যদি
ভুলটা।
তেড়ে আসে
চেপে দিতে
আমাদের কুলটা!
আমরাও
বলে দেই
পারবি না কোনো দিন
ছিঁড়তেও চুলটা।
৫.
মানবতা বোবা আজ
স্বাধীনতা মর্গে
প্রকৃতির লীলাভূমি
কাশ্মীর স্বর্গে।
ভারতীরা করে খুন
করে নারী ধর্ষন
বিপন্ন কাশ্মীর
হায় এ কি দর্শন!
৬.
খুন,গুম,ধর্ষনে
কারা দেয় শিস
কারা দেয় হাত তালি
কারা ঢালে বিষ।
এই কথা সব্বার
আছে জানা ঠিক
তবু কেন উঠছে না
ধিক! ধিক! ধিক!
৭.
তুমি ছাড়া এই
জীবনেতো আর কিছু
নেই নেই নেই।
তুমি আমার রব
তুমিই আমার সব।
৮. বুঝবা ঠিকই কাল
বুঝবা নাতো এখন তুমি
বুঝবা ঠিকই কাল
কিন্তু তখন আমার উপর
দিয়ো নাতো গাল।
এত্তো করে বুঝাই যখন
উল্টো মারো ফাল
খাইলে ধরা জীবন তোমার
হবে বেসামাল ।
বুঝবা ঠিকই কাল
দিয়ো নাতো গাল।
৯. ষষ্ঠপদী লিমেরিক
আমজাদ মিয়া নামের একজন মিয়া
করেছিল একদিন সুন্দরী বিয়া
সেই বউ তার ঘরে
কী রূপের আলো ভরে
চলে গেলো একদিন তারে ফাঁক দিয়া
আমজাদ কেঁদে ওঠে কী যে চিল্লিয়া।
১০. আর কত কাল
ভিড় ঠেলে ওঠা আর
ভিড় ঠেলে নামা
গাদাগাদি, ঝুলা আর
জ্যামে জ্যামে ঘামা।
এই হলো শহরের
লোকে ভরা বহরের
রোজকার হাল
এইসবে অস্থির
আর কত কাল!