MD. Osman - (Coxsbazar)
প্রকাশ ০১/১২/২০২১ ০১:১২এ এম

HSC: এইচএসসি চলতি বছরের পরীক্ষার নাম্বার রুপান্তর যেভাবে

HSC: এইচএসসি চলতি বছরের পরীক্ষার নাম্বার রুপান্তর যেভাবে
ad image
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুধুমাত্র গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে অনুষ্ঠিত হবে এবং বাকি বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। এই তিন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার অর্ধেক নম্বরের এবং পরীক্ষার সময় অর্ধেক করা হয়েছে।

এই পরিস্থিতিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৩২ নম্বরের পরীক্ষা হবে ও ও ব্যবসা মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৪৫ নম্বরের পরীক্ষা হবে। পরবর্তীতে এই নম্বরগুলো কে ১০০ নম্বরের রূপান্তর করে মূল ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় কোন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া নম্বরকে ১০০ নম্বর রূপান্তর করবে তা জানিয়ে দিয়েছে। আজ আমার শিক্ষার্থীদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ব্যবহারিক খাতার

উপর পুরনো নম্বর প্রদান করা হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে বিষয়ের ব্যবহারিক খাতা রয়েছে সে বিষয়ে 25 নম্বরের ভিতরে শিক্ষকদের নাম্বার প্রদান করতে হবে।এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর রূপান্তরঃ

>> সৃজনশীল ২০ নম্বরকে ৫০ নম্বরে রূপান্তর করা হবে

>> নৈবিত্তিক ১২ নম্বরকে ২৫ নম্বরের রূপান্তর করা হবে

==মোট ৭৫ নম্বর সাথে ব্যবহারিক ২৫ নম্বর যোগ হয় ১০০ নম্বরের ফলাফল প্রকাশ করা হবে।


এইচএসসি ব্যবসায় শাখা ও মানবিক বিভাগের ক্ষেত্রে নম্বর রূপান্তর যেভাবেঃ

>> সৃজনশীল ৩০ নম্বরকে ৭০ নম্বরে রূপান্তর করা হবে

>>নৈবেত্তিক ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করা হবে

==মোট ১০০ নম্বরের ফলাফল প্রকাশ করা হবে

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ