Hridoy Hossen - (Jhenaidah)
প্রকাশ ২৪/১১/২০২১ ১২:৩২এ এম

UP election: নৌকার মাঝি মনোয়ার হোসেন বাদশার বিশাল নির্বাচনী জনসভা

UP election: নৌকার মাঝি মনোয়ার হোসেন বাদশার বিশাল নির্বাচনী জনসভা
ad image
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি মোঃ মনোয়ার হোসেন বাদশার নির্বাচনী প্রচারণায় ২০০ মোটরসাইকেল ও ৮০টি লাটা নসিমন ৩০ টি ইজিবাইক এর বিশাল বহর নিয়ে কোলার বাজারে নৌকার ব্যপক গনজোয়ার সৃষ্টি করেন।

সেখানে প্রায় ২হাজার মানুষ নৌকার মিছিল করে। স্থানীয় মুরব্বিরা জানান বিগতদিনে এর থেকে বড় মিছিল আগে কখনও দেখেননি। সেখান থেকে নৌকার বহর নিয়ে দৌলতপুর কাদিরডাঙ্গায় জনসভায় নৌকার ভোট চেয়ে সব শেষে পান্তাডাঙা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জনসভা করেন।

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ৩নং কোলা ইউনিয়নের সকল স্তরের জনগন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ