UP election: রাজবাড়ি সদরের ইউনিয়ন গুলোতে যারা নৌকা পেলেন
রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামীলীগের পক্ষ থেকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোডের নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলো
মিজানপুর ইউনিয়নে মোঃ টুকু মিজি,খানগঞ্জে মোঃ শরিফুর রহমান সোহান,চন্দনীতে মোঃ আব্দুর রব,সুলতানপুরে মোঃলুৎফুর রহমান চুন্নু,শহীদ ওহাবপুরে নুর মোহাম্মদ ভূইয়া, পাঁচুরিয়াতে কাজী আলমগীর, দাদশীতে মোঃরমজান আলী,বরাটে মোঃফরিদ উদ্দিন শেখ,বানীবহতে মোছাঃশেফালী আক্তার,রামকান্তপুরে আবুল হাসেম বিশ্বাস,মুলঘরে ওহিদুজ্জামান শেখ,খানখানাপুরে মোঃআমীর আলী মোল্লা,বসন্তপুরে মোঃআব্দুল মান্নান মিয়া ও আলোচিত বসন্তপুর ইউনিয়নে মোঃবজলুর রশিদ মিলন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এর তফশীল ঘোষনা করা হয়েছে।
ওই তফশীল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন।