ময়মনসিংহ দক্ষিণ থানা ছাত্রদল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা কামনায় কর্মসূচী পালন করছে
আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা ও দীর্ঘআয়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ময়মনসিংহ মহানগর দক্ষিণ থানা ছাত্রদল। উক্ত দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ সদর ময়মনসিংহ ৪ আসনের ধানের শীষের নমীনি জনাব আবু ওয়াহাব আকন্দ । ও ময়মনসিংহ মহানগর দক্ষিণ থানা ছাত্রদল এর আহ্বায়ক জিয়াউর রহমান জনি ও সদস্য সচিব গোবিন্দ রয়। সহ ছাত্র দলের অন্যআন্য নেতৃবৃন্দ। তারা তাদের দলের চেয়ারপার্সন এর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন। এবং মানুষের মাঝে তবারক বিলিয়ে দেন এবং সকলের কাছে বেগম খালেদা জিয়া এর জন্য দোয়া প্রার্তনা করেন।
এবং সরকার বেগম খালেদা জিয়া কে যাতে দ্রুত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ করে দেন তার দাবি জানান। এবং নেতারা আরও বলেন যদি দেশনেত্রী কে চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকার না দেয় এবং দেশনেত্রীর কিছু হয় তাহলে এর হিসাব সাধারণ জনগণের কাছে সরকার কে দিতে হবে।