Humayun Ahmed: আজ কিংবদন্তি সাহিত্যিক, হুমায়ুন আহমেদ এর ৭৩ তম জন্ম দিন
আজ ১৩ নভেম্বর বাংলাদেশের অন্যতম কিংবদন্তি কবি সাহিত্যক হুমায়ুন আহমেদ এর ৭৩ তম জন্ম দিন ।
প্রতি বছরের ন্যায় এবারো প্রিয় লেখকের জন্মদিনকে ঘিরে হিমু উৎসবের আয়োজন করেছে হুমায়ূন ভক্তরা। লেখকের নিজ জেলা নেত্রকোনায় তরুণদের নিয়ে গড়ে ওঠা হিমু পাঠক আড্ডা গত চার বছর ধরে জন্মদিন পালন করে যাচ্ছে উৎসবের মধ্য দিয়ে।
এ উপলেক্ষে লেখকের ৭৩ তম জন্মদিনকে ঘিরে প্রতিদিন তরুণ তরুনীসহ নানা বয়সের হিমু ভক্তরা রিহার্সাল করছেন। এভাবেই খ্যাতিমান এই লেখকের জন্মদিন উদযাপনে আনন্দ আয়োজনের মধ্য দিয়েই নতুন প্রজন্মের কাছে সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানো হয়। এর মাধ্যমে পিছিয়ে থাকা অনেক প্রতিভারা নিজেকে তুলে ধরতে পেরে বেশ আনন্দিত।
এই খ্যাতিমান লেখক বেছে না থাকলেও ভক্তদের মনে বেছে থাকবেন আজীবন।