Closing Ceremony: দোহারে জয়পাড়া কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষ ছাএ-ছাএীদের সমাপনী অনুষ্ঠিত
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় কলেজের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান। জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কলেজের উপাধ্যক্ষ তাপস কুমার নন্দী, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী জুবায়ের, দৈনিক আমার সময় পএিকার দোহার -নবাবগন্জ প্রতিনিধি মাকসুমুল মুকিম, ছাত্রলীগ নেতা শিহাব-উর-রহমান শিকদারসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।