বগুড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার সকালে বগুড়া র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার বিকেলে জেলার শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া থেকে ১২ গ্রাম হেরোইনসহ ২৬ বছর বয়সী পাপিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়েছে।
পাপিয়া শাজাহানপুর উপজেলার সাজাপুর পণ্ডিতপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামে আরেক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে র্যাব। ওই সময় তাদের কাছ থেকে নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন ৩৫ বছর বয়সী মিজানুর রহমান ও ৩৭ বছর বয়সী আব্দুল মোত্তালেব। এ দুজনই বৃ-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন বলেন, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার তিনজনই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাবের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে। এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।