A. Jahan Ovee - (Dhaka)
প্রকাশ ১৬/১০/২০২১ ১২:৪৫এ এম

IPL 2021:: চতুর্থ শিরোপা জিতে নিল ধোনির চেন্নাই

IPL 2021:: চতুর্থ শিরোপা জিতে নিল ধোনির চেন্নাই
ইতিহাস সাক্ষী ছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে গিয়ে কখনোই হারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে এবার সেই ইতিহাস বদলে গেল। ইয়ন মরগ্যান বাহিনীকে কাঁদিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

শুক্রবার (১৫ অক্টোবর) চতুর্দশ আসরের ফাইনালে কলকাতার বিপক্ষে ২৭ রানের বড় জয় পেয়েছে চেন্নাই।

১৯৩ রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতার উড়ন্ত সূচনায় জয় দেখছিল অনেকে। দুই ওপেনারের ঝড়ে এমনটা ভাবা বিলাসিতা ছিল না।

কিন্তু শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের বিদায়ের পর মোমেন্টাম হাত ফসকে চলে যায় কলকাতার। ৯১ রানে আইয়ার ফেরেন ৫০ রানে। শার্দুল ঠাকুরের বলে ফেরার আগে ৫ চার ও ৩ ছয়ে চেন্নাইকে শাসন করেছেন। কিন্তু প্রথম উইকেট পতনের পরেই যেন মড়ক লাগে দলটির।

প্রয়োজনীয় মুহূর্তে সাজঘরে ফিরতে থাকেন বাকি ব্যাটসম্যানরা। নিতিশ রানা (০), সুনীল নারিন (২) ফিরলে তখনও ক্রিজে ছিলেন ওপেনার গিল।

কিন্তু কেকেআর ওপেনার ৪৩ বলে ৫১ রানে ফিরলে আর মাথা তুলতে পারেনি তারা। দিনেশ কার্তিক ৯ রানে বিদায় নিয়েছেন। সাকিবতো নেমেই প্রথম বলে লেগ বিফোরে ফিরেছেন রানের খাতা না খুলে! একই ওভারে দুটি উইকেট নেন জাদেজা।

এদিকে, আসরজুড়ে ছন্দহীন কলকাতা অধিনায়ক ইয়ন মরগ্যান শিরোপা নির্ধারণী ম্যাচেও দলের হাল ধরতে ব্যর্থ। ৮ বলে ৪ রান করে চাহারের হাতে ধরা পড়েন নাইট অধিনায়ক।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

*PLEASE INSERT THIS PART OF THE TAG TO THE BODY SECTION OF THE PAGE WHERE YOU'D LIKE TO SEE ADS*