Road accident: সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত
সিলেটের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাও এলাকার কয়েকজন বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলসহ তিনজনকে পরে থাকতে দেখেন। এসময় তারা চিকিৎকার করলে স্থানীয় লোকজন দৌঁড়ে এসে পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা, তিন বন্ধুু সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন। ঘটনাস্থলে বড় ধরনের কোনো যানবাহন তাদের চাপা দিয়ে চলে যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আই নিউজ বিডি'কে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও নিহতদের সঠিক পরিচয় পেতে কাজ করছে।