Community police in Sreepur: শ্রীপুরে কমিউনিটি পুলিশীংয়ের উদ্যোগে ৫১ টি পূজামন্ডবে টি-শার্ট বিতরণ
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশীং এর পক্ষ থেকে ৫১ টি পূজা মন্ডপে টি-শার্ট বিতরণ করা হয়েছে। শ্রীপুর রেলগেইট সংলগ্ন কমিউনিটি পুলিশীংয়ের কার্যালয় থেকে এই টি-শার্ট বিতরণ করা হয়।
জানা যায়,এসময় কমিউনিটি পুলিশীং এর পক্ষ থেকে উপজেলার ৫১ টি পূজামন্ডপে ৫০০ টি শার্ট বিতরণ করেন উপজেলা কমিউনিটি পুলিশীং এর প্রধান শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন গোলাম সরোয়ার, সভাপতি বীর মুক্তযোদ্ধা নূর মোহাম্মদ ফকির এবং সাধারন সম্পাদক মাসুদ আলম ভাংগী।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশীং এর সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান,সাধারন সম্পাদক মোশারফ হোসেন দীপুসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকরা।