S. Hossain - (Magura)
প্রকাশ ০৯/১০/২০২১ ১২:০৬এ এম

Online meeting: "আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন " এর প্রথম অনলাইন সভা অনুষ্ঠিত

Online meeting: "আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন " এর প্রথম অনলাইন সভা অনুষ্ঠিত
ad image
৮ অক্টোবর রাত ৯ টার সময় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘুল্লিয়া গ্রাম অবস্থিত গ্রামের শান্তিকামি শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত অত্র অঞ্চলের স্বনামধন্য অরাজনৈতিক সমাজ সেবা মূলক সংগঠন "আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন " এর প্রথম অনলাইন সভা গুগল মিট এ্যাপ্সের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

উক্ত মিটিং পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে সংগঠন টির সহ-কোষাধ্যক্ষ ও মিডিয়া বিভাগের প্রধান মোঃ শাহাদত হোসাইন। এবং সঞ্চালনা করেন সংগঠন সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।

এ মিটিং যুক্ত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ ইমদাদুল হক, সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ অন্ত, দপ্তর সম্পাদক মিশ্রুল শেখ, সহ-সভাপতি নজরুল ইসলাম, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান মীর, সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম, উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য মোস্তাফিজ রহমান বাবু, অন্যতম সদস্য শফিকুল ইসলাম সহ সংগঠনের আরও অনেক সদস্য বৃন্দ।

এসময় সংগঠন টি আসছে ১ নভেম্বর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে আলোচনা করা হয়।
সকলের বক্তব্য উঠে আসে এক হয়ে কাধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার নানরকম দিকনির্দেশনা মূলক কথা।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ