Abu Yousuf
প্রকাশ ০৭/১০/২০২১ ০৬:১৮পি এম

The Graduate: দি গ্রাজুয়েট আয়োজিত করোনা কর্মসূচী ২০২১ এর অধীনস্থ লীগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

The Graduate: দি গ্রাজুয়েট  আয়োজিত করোনা কর্মসূচী ২০২১ এর অধীনস্থ লীগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট
ad image
বৃহস্পতিবার বিকেল ৩ঃ০০ ঘটিকায় মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং খোশবাস (দঃ) ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল রব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জনাব সাহেব আলী, জনাব আবুল খায়ের, জনাব জোহর আলী, জনাব মোঃ শাহ আলম।

আরও উপস্থিত ছিলেন দি গ্রাজুয়েট এর সিনিয়র সদস্য জনাব ফজলুল হক (স্যার), শাহানুর রহমান সোহেল ( স্যার), অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বরুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং দি গ্র্যাজুয়েট এর সিনিয়র সদস্য জনাব মোঃ আবদুল আলী।

অনুষ্ঠান শেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ৮ অক্টোবর শুক্রবার থেকে মূল খেলা অনুষ্ঠিত হবে। খেলার সময় সূচী গ্রাজুয়েটের ফেসবুক @The Graduate গ্রুপে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ