Ariful Islam - (Dhaka)
প্রকাশ ১৩/০৯/২০২১ ০৬:৪৩পি এম

রাজধানীর কুর্মিটোলায় মাথায় গুলি লেগে এক র‍্যাব সদস্যের মৃত্যু

রাজধানীর কুর্মিটোলায় মাথায় গুলি লেগে এক র‍্যাব সদস্যের মৃত্যু
ad image
রাজধানীর কুর্মিটোলায় মাথায় গুলি লেগে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে। শুভ মল্ল (২৬) নামে ওই র‍্যাব সদস্য বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুর্মিটোলায় অবস্থিত র‍্যাব সদর দফতরে এ ঘটনা ঘটে।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুভ একা ডিউটিতে ছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। পরে র‍্যাব সদস্যরা কাছে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুভ কীভাবে গুলিবিদ্ধ হলো, তিনি নিজেই গুলিতে আত্মহত্যা করেছেন, নাকি অন্যভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা তদন্তের আগে বলা সম্ভব নয়। তাকে জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ,জানান খন্দকার আল মঈন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ