কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ
যশোরের কেশবপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে মৎস্য চাষী ও উপকারভোগিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মৎস্য চাষী ও উপকারভোগিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা সহকারী মৎস্য অফিসার এম আলমগীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন মৎস্য চাষী ইসহাক আলী, মৎস্য চাষী মনোহর গাইন, সাংবাদিক নার্গিস পারভীন প্রমুখ।